ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্কুলব্যাগ বিতরণ

প্রকাশিত: ১২:১০, ১২ সেপ্টেম্বর ২০১৯

স্কুলব্যাগ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১১ সেপ্টেম্বর ॥ শিশুবান্ধব বাজেটের আলোকে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় চার শ’ ২৪ শিক্ষার্থী পেল স্কুলব্যাগ ও টিফিন বক্স। বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের আয়োজনে পশ্চিম বাপ্তা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর মাঝে এ ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও টিফিন বক্স বিতরণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ মাহমুদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইউনুছ প্রমুখ। বন্যহাতির আক্রমণে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১১ সেপ্টেম্বর ॥ লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষ্মী পাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে মসজিদে যাওয়ার পথে একদল বন্য হাতির কবলে পড়ে যায়। বন্যহাতির দল তাকে শুঁড় দিয়ে আহত করলে সে ঘটনারস্থলে মারা যায়। এলাকাবাসী উদ্ধার করে তাকে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
×