ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জুয়াড়ি আটকের জের

বরিশালে বাজারে ফিল্মি স্টাইলে হামলা

প্রকাশিত: ১২:০৮, ১২ সেপ্টেম্বর ২০১৯

বরিশালে বাজারে ফিল্মি স্টাইলে হামলা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ থানা পুলিশের অভিযানে আট জুয়াড়িকে আটক করাকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে বাগ্বিত-ার একপর্যায়ে মঙ্গলবার সন্ধ্যায় ফিল্মি স্টাইলে বাজারে ঢুকে ১০ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ সময় একটি দোকানে লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত একজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার বিল্বগ্রাম বাজারে। হামলার প্রতিবাদে এক ঘণ্টা বাজারের সব দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বিচারের আশ্বাস দেয়ার পর বাজারের পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার নরসিংহলপট্টি এলাকা থেকে আট জুয়াড়িকে আটক করে থানা পুলিশ। জুয়াড়িদের আটকের বিষয়ে সরকারী গৌরনদী কলেজের সাবেক জিএস জাহিদুল ইসলাম ও স্থানীয় আরিফ সরদারের হাত রয়েছে এমন অভিযোগে জুয়াড়িদের স্বজনদের সঙ্গে জাহিদুল ও আরিফের বাগ্বিত-া হয়।এ ঘটনার জের ধরে ওইদিন সন্ধ্যায় জাহিদুল ইসলামের নেতৃত্বে ২০/২৫ কিশোর লাঠিসোঠা নিয়ে বিল্বগ্রাম বাজারে ফিল্মি স্টাইলে সালাম সরদার নামের এক যুবকের ওপর হামলা চালায়। এসময় ওই যুবক হামলাকারীদের হাত থেকে প্রাণ বাঁচাতে বাজারের আসমা ফার্মেসিতে আশ্রয় নেয়। হামলাকারীরা ওই ফার্মেসির মধ্যে ঢুকে সালামকে এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় হামলাকারীরা ওই ফার্মেসিতে লুটপাট করে। হামলা ও লুটপাট ঠেকাতে গিয়ে ফার্মেসির মালিক মশিউর রহমান ঝন্টুসহ বাজারের ১০ ব্যবসায়ী আহত হয়।
×