ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চলন্ত বাস থেকে ফেলে দেয়া হেলপারের বিচার দাবি

প্রকাশিত: ১২:০৭, ১২ সেপ্টেম্বর ২০১৯

চলন্ত বাস থেকে ফেলে দেয়া হেলপারের বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১১ সেপ্টেম্বর ॥ আমতলী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলাম (৪০) ও তার বৃদ্ধ মা সাফিয়া বেগমকে (৭০) চলন্ত বাস থেকে ফেলে দেয়া মিশুক বাসের সুপার ভাইজার জামাল মিয়ার বিচার দাবিতে আমতলীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে বুধবার এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। জানা গেছে, আমতলী সরকারী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ মনিরুল ইসলাম তার মা সাফিয়া বেগমের চোখের চিকিৎসার উদ্দেশ্যে গত সোমবার সকালে পটুয়াখালী যাওয়ার জন্য আমতলী বটতলা বাসের জন্য অপেক্ষা করছিল। কলাপাড়া থেকে ছেড়ে আসা মিশুক বাসটির সুপারভাইজার জামাল মিয়া বাসে সিট আছে বলে তাদের ডেকে উঠান। কিন্তু ওই বাসে কোন সিট ছিল না। সিট না পেয়ে শিক্ষক তার অসুস্থ মাকে নিয়ে ওই বাসে যাবে না বলে জানান। এতে ক্ষেপে যায় বাসের সুপারভাইজার জামাল মিয়া। এক পর্যায় আমতলী-পটুয়াখালী মহাসড়কের একে স্কুল নামক স্থানে চলন্ত বাস থেকে শিক্ষক মনিরুল ইসলাম ও তার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে শিক্ষক মনিরুল ইসলামের পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম এবং মা সাফিয়া বেগম আহত হন। এ ঘটনার বিচার দাবিতে উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে বুধবার সকালে আমতলী সরকারী কলেজের সামনে মানববন্ধন কর্মসূচী পালন ও বিক্ষোভ করা হয়। উপজেলা নাগরিক ফোরামের সভাপতি এ্যাডভোকেট এমএ কাদের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডাভোকেট শাহাবুদ্দিন পান্না, পৌর নাগরিক ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস, আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মজিবুর রহমান, প্রভাষক আশশাকুজ্জামান ফিরোজ, আমতলী মানবাধিকার কমিশনের সভাপতি অশোক কুমার মজুমদার, আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ জসিম উদ্দিন সিকদার, আমতলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস সাইদ খোকন, আমতলী সরকারী কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন ও পূজা দাশ প্রমুখ।
×