ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন আবেদন ফেরত, জ্যেষ্ঠ বেঞ্চে নিতে বলেছে হাইকোর্ট

প্রকাশিত: ১২:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৯

খালেদা জিয়ার জামিন আবেদন ফেরত, জ্যেষ্ঠ বেঞ্চে নিতে বলেছে হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন ফেরত দিয়ে জ্যেষ্ঠ কোন বেঞ্চে তা নিয়ে যেতে বলেছে হাইকোর্ট। পদ্মা সেতু নির্মাণে এক লাখ মানুষের কাটা মাথা লাগবে এমন গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় নড়াইলের নাজমুল হোসেন ওরফে বাবুকে জামিন দেননি হাইকোর্ট। বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দ-িত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন ফেরত দিয়ে জ্যেষ্ঠ কোন বেঞ্চে তা নিয়ে যেতে বলেছে হাইকোর্ট। বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিন সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ জামিন আবেদনটি ফেরত দেন। পরে খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদন ফেরত নেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন, জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, খন্দকার মাহবুব হোসেন, আইনজীবী নিতাই রায় চৌধুরী, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। শুনানিতে আদালত বলে, যেহেতু বিষয়টি এর আগে হাইকোর্টের একটি জ্যেষ্ঠ বেঞ্চে শুনানি হয়ে সিদ্ধান্ত হয়েছে সেহেতু বিষয়টি এখন আপীল বিভাগে নিয়ে যেতে পারেন। তবে এ সময় আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘বিষয়টি এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হলেও আপনাদের শুনতে কোন বাধা নেই।
×