ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেট্রোলের চেয়ে দামী...

প্রকাশিত: ১১:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

পেট্রোলের চেয়ে দামী...

পাকিস্তানের করাচী ও সিন্ধু প্রদেশসহ বেশকিছু গুরুত্বপূর্ণ শহরে লাগামছাড়াভাবে বেড়ে চলেছে দুধের দাম। সেখানে দুধের দাম এখন প্রতি লিটার ১৪০ রুপীর ওপরে। আশ্চর্যজনকভাবে পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম এই মুহূর্তে দুধের মতো অত্যাবশ্যক খাদ্যের চেয়ে কম। মাত্র দুদিন আগে পেট্রোলের দাম ছিল প্রতি লিটার ১১৩ রুপী ও ডিজেলের দাম ছিল লিটার প্রতি ৯১ রুপী। এক দোকানদার জানিয়েছেন, করাচীতে হঠাৎকরেই দুধের চাহিদা বেড়ে যাওয়ায় প্রতি লিটার বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৪০ রুপীতে। মহরমের সময়ে শহরের বিভিন্ন এলাকায় তৈরি করা হয় সাবিল (অস্থায়ী দোকান) যেখান থেকে তাজিয়া মিছিলে অংশ নেয়া মানুষদের হাতে তুলে দেয়া হয় দুধ, ফলের রস কিংবা ঠা-া পানীয়। এই কারণেই বেড়ে গেছে দুধের চাহিদা। করাচীর কমিশনার ইফতিকার শালওয়ানি, যার ওপর দায়িত্ব রয়েছে দুধের দাম নিয়ন্ত্রণে রাখার, সম্ভবত তিনি কোন পদক্ষেপই গ্রহণ করেননি দুধের অস্বাভাবিক দাম হওয়া আটকানোর জন্য। কমিশনারের দফতর থেকে ঠিক করে দেয়া দুধের দাম এখনও লিটার প্রতি ৯৪ রুপী নির্ধারণ করা হয়েছে। -হিন্দুস্তান টাইমস
×