ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যন্ত্রপাতি আমদানিতে বীমা করতে হবে ॥ অর্থমন্ত্রী

প্রকাশিত: ১১:১৫, ১২ সেপ্টেম্বর ২০১৯

যন্ত্রপাতি আমদানিতে বীমা করতে হবে ॥ অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ বড় বড় প্রকল্পের জন্য যন্ত্রপাতি আমদানিতে দেশীয় কোম্পানির মাধ্যমে ইন্সুরেন্স বা বীমা করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, আমাদের দেশ থেকে যে ইন্সুরেন্স হবে তার প্রিমিয়াম বিদেশে আর যাবে না। বুধবার দুপুরে সাধারণ বীমা কর্পোরেশনের পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ২০১৮ ইং সালের লভ্যাংশ ৫০ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠান শেষে আ হ ম মুস্তফা কামাল বলেন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সাধারণ বীমা কর্পোরেশন প্রতিষ্ঠানটি দক্ষতার সঙ্গে বীমা সেবা প্রদান করছে। তিনি বলেন, সাধারণ বীমা কর্পোরেশন একই সঙ্গে বীমা ও পুনঃ বীমা কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতিবছর সরকারী কোষাগারে নিয়মিত লভ্যাংশ দিয়ে আসছে। সাধারণ বীমা কর্পোরেশন এনবিআরকে রাজস্ব দেয়ার পাশাপাশি সরকারের কোষাগারে সরাসরি টাকা দিচ্ছে। অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পগুলোকে বীমা কভারেজ প্রদান করেছে সাধারণ বীমা কর্পোরেশন। ফলে সরকারী কোষাগারে আরও বেশি টাকা দিতে পারবে এই সংস্থাটি। সাধারণ বীমা কর্পোরেশন ৫০ কোটি টাকার চেক দিয়েছে। তারা ট্যাক্সও পেমেন্ট করেছে। আগামীতে মুনাফাও ডাবল হবে। যেখানে সাধারণ বীমা মুনাফা পাচ্ছিল না এখন তারা পাবে। আমরা এই বিষয়ে ব্যবস্থা নিয়েছি। সাধারণ বীমার রেভিনিউ বাড়লে পাশাপাশি সেবাও বাড়বে। গ্রাহকেরাও উপকৃত হবে। অর্থমন্ত্রী বলেন, সাধারণ বীমা কর্পোরেশন সাম্প্রতিক সময়ে সরকারী মেগা প্রকল্প পদ্মাসেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুত কেন্দ্র, মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্ট, বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রভৃতির বীমা কভারেজ প্রদান করেছে। বিভিন্ন প্রকল্পের জন্য যে বড় বড় আমদানি হতো, এক্ষেত্রে বলা হয় আমাদের দেশের বীমা প্রতিষ্ঠানগুলো ছোট। তাদের সক্ষমতা নেই। যদি কোন দুর্ঘটনা ঘটে তারা, প্রিমিয়াম দিতে পারবে না, লস কাভার করতে পারবে না। ফলে ইন্সুরেন্স প্রিমিয়ামগুলো বিদেশে চলে যেত। এটা আর হতে দেয়া হবে না। তিনি বলেন, এখন অভ্যন্তরীণ কোম্পানির মাধ্যমে করতে হবে। আমাদের দেশের ইন্সুরেন্সের প্রিমিয়াম দেশে থাকলে দেশীয় ইন্সুরেন্স কোম্পানিগুলোর রেভিনিউ এমনিতেই বেড়ে যাবে। প্রকল্পের আওতায় বিদেশ থেকে মেশিনারিজ আনায় আবার ইন্সুরেন্স প্রিমিয়াম চলে যেত। এখন থেকে এগুলো বিদেশে যাবে না। বরং দেশ থেকে যে ইন্সুরেন্স হবে, যেটা আমরা পেমেন্ট করা হবে। সেটার প্রিমিয়ামও আমরা পাব। আমাদের প্রিমিয়াম বাইরের কেউ পাবে না। আমাদের দেশ থেকে যে ইন্সুরেন্স হবে তার প্রিমিয়াম বিদেশে যাবে না। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, কর্পোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আহসান, পরিচালনা পর্ষদের সদস্য ও কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×