ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইইডিসিআর পরিচালিত জরিপ

এডিস মশার উপস্থিতি বরিশাল কুষ্টিয়া মেহেরপুরে

প্রকাশিত: ১১:১৩, ১২ সেপ্টেম্বর ২০১৯

এডিস মশার উপস্থিতি বরিশাল কুষ্টিয়া মেহেরপুরে

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান ডেঙ্গু পরিস্থিতির প্রকৃত ব্যাপ্তি নিরূপণে বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর জেলায় আইইডিসিআর পরিচালিত কীটতাত্ত্বিক ও রোগতাত্ত্বিক জরিপে এডিস মশার উপস্থিতি পাওয়া গেছে। অর্থাৎ ঢাকার বাইরে স্থানীয় এডিস মশা দ্বারা ডেঙ্গু আক্রান্তের ঘটনা ঘটছে। তবে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১২৭টি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। বাংলাদেশসহ কোন দেশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাব এতটা বাড়বে তা আগে থেকে বুঝতে পারেনি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক। বছরব্যাপী ডেঙ্গু প্রতিরোধমূলক প্রশিক্ষণ প্রদান ও সার্ভিলেন্সভিক্তিক নানা কর্মসূচী চলমান থাকলেও হঠাৎ করে আসা ডেঙ্গুর বড় ধরনের ধাক্কা সামাল দিতে হচ্ছে সংশ্লিষ্টদের। ডেঙ্গুতে মৃতের সংখ্যা সরকারীভাবে ৬০ জন হলেও বেসরকারী পরিসংখ্যানে তা ২শ’ ছাড়িয়ে গেছে। সোম ও মঙ্গলবার ফরিদপুর, সাতক্ষীরা, ময়মনসিংহ এবং বুধবার যশোরে একজন করে মোট চার ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার রাজধানীর আইইডিসিআর মিলনায়তনে দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক তথ্যবিনিময় আলোচনার আয়োজন করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম। আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সাবরিনা ফ্লোরার সভাপতিত্বে অনুষ্ঠানে ডেঙ্গুর সার্বিক পরিস্থিতি নিয়ে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সহ-সভাপতি নুরুল ইসলাম হাসিব ও জান্নাতুল বাকেয়া কেকা, সাধারণ সম্পাদক নিখিল মানখিন, নির্বাহী সদস্য শিশির মোড়ল, সাবেক সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ । দেশের ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে চলে এসেছে দাবি করে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ১২৭টি দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে। ফিলিপিন্সে ২ লাখের বেশি আক্রান্ত হয়ে প্রায় ৯শ’ জনের মৃত্যু হয়েছে। এভাবে থাইল্যান্ডে ৭০ জন এবং মালয়েশিয়ায় ১২১ জনের মৃত্যু হয়েছে। বাংলাদেশসহ কোন দেশ আগে থেকে বুঝতে পারেনি ২০১৯ সালে ডেঙ্গুর প্রাদুর্ভাব এতটা বাড়বে। তিনি বলেন, জলবায়ুর পরিবর্তনসহ বিভিন্ন কারণে এ বছর শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি ছিল। বছরব্যাপী ডেঙ্গু প্রতিরোধমূলক প্রশিক্ষণ প্রদান ও সার্ভিলেন্সভিক্তিক নানা কর্মসূচী চলমান থাকলেও হঠাৎ করে আসা ডেঙ্গুর বড় ধরনের ধাক্কা সামাল দিতে হচ্ছে। বাড়তি নানা কর্মসূচী গ্রহণ এবং দেশের মানুষের ডেঙ্গু বিষয়ক সচেতনতা বৃদ্ধি পাওয়ায় দেশের ডেঙ্গু পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনতে পেরেছি বলে জানান মহাপরিচালক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ডেঙ্গুতে মোট আক্রান্তদের মধ্যে এক শতাংশের নিচে মারা গেলেও তা সহনীয় বলে ধরা হয়। সেক্ষেত্রে বাংলাদেশে মৃত্যুর হার দশমিক শূন্য ২ শতাংশ। যদিও আমরা কোন ডেঙ্গু রোগীর মৃত্যু কামনা করি না। রোগীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতেই আপ্রাণ চেষ্টা করে থাকি। বর্তমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তীতে কিভাবে ডেঙ্গুতে মৃতের সংখ্যা আরও হ্রাস করা যায় তা নিয়ে স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্টরা কাজ করছে বলে জানান মহাপরিচালক। আইইডিসিআর’র পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সাবরিনা ফ্লোরা বলেন, আইইডিসিআর অতীতে বিভিন্ন সার্ভিলেন্স কার্যক্রম ও বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে সংগৃহীত ডেঙ্গু রোগীর নমুনা পরীক্ষা করে দেশে চলমান ডেঙ্গু ভাইরাসের সেরোটাইপ শনাক্ত করছে। যশোর ॥ স্টাফ রিপোর্টার যশোর অফিস থেকে জানান, যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহিদা খাতুন নামে (৩৬) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত জাহিদা মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের আবদুল কাদেরের স্ত্রী। যশোর ২৫০ শয্যা হাসপাতালের ডাঃ ওবাইদুর কাদের উজ্জল জানান, গত ৯ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে জাহিদা খাতুনকে যশোর আড়াই শ’ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। ময়মনসিংহ ॥ স্টাফ রিপোর্টার ময়মনসিংহ থেকে জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বর নিয়ে চিকিৎসাধীন ফাতেমা (৫০) মঙ্গলবার সকালে মারা গেছেন। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থেকে ডেঙ্গুজ্বর নিয়ে গত ৩ সেপ্টেম্বর ফাতেমা ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ফরিদপুর ॥ নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সিদ্দিক মাতুব্বর (৫৫) নামে এক গ্রাম পুলিশ সদস্য। সোমবার রাত পৌনে ১টার দিকে মারা যান তিনি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়। সাতক্ষীরা ॥ স্টাফ রিপোর্টার সাতক্ষীরা থেকে জানান, সাতক্ষীরায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে রহিমা বেগম (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি তালা সদরের আটারই গ্রামের রফিকুল ইসলাম মোড়লের স্ত্রী। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আফিজিসিয়ান (আরপি) ডাঃ শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রহিমা বেগমের মৃত্যু নিশ্চিত করেছেন।
×