ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমাজনের বলিভিয়া অংশে পুড়ে গেছে ৪২ লাখ একর বনভূমি

প্রকাশিত: ১১:২৮, ১০ সেপ্টেম্বর ২০১৯

আমাজনের বলিভিয়া অংশে পুড়ে গেছে ৪২ লাখ একর বনভূমি

জনকণ্ঠ ডেস্ক ॥ লাতিন আমেরিকার আটটি দেশব্যাপী বিস্তৃত ‘পৃথিবীর ফুসফুস’ বলে পরিচিত বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট আমাজন। এ বনের সবচেয়ে বড় অংশ ব্রাজিলের মধ্যে পড়লেও এরই মাঝে সেখানে চলমান দাবানল সীমান্ত অতিক্রম করে বলিভিয়ায়ও ছড়িয়ে পড়েছে। এতে এখন পর্যন্ত দেশটির ৪২ লাখ একর বনভূমি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সরকার। -খবর ওয়েবসাইটের।
×