ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ও অসম নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উদ্বেগ

প্রকাশিত: ১১:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৯

কাশ্মীর ও অসম নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের উদ্বেগ

জনকণ্ঠ ডেস্ক ॥ ছয় সপ্তাহ হয়ে গেল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অবরুদ্ধ। রবিবার সেখানে ফের কারফিউ জারি হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের প্রধান সোমবার বলেছেন, গত মাসে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ভারত সরকার যা করছে তাতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। খবর ওয়েবসাইটের। মানবাধিকার কমিশনের প্রধান মিশেল ব্যাচলেট বলেন, ‘সম্প্রতি ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ, ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ, গণগ্রেফতার ও দমনপীড়নের মাধ্যমে কাশ্মীরীদের মানবাধিকার নিয়ে যা করছে তার প্রভাব নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।’ তিনি আরও বলেন, ‘যদিও আমি ভারত ও পাকিস্তান উভয় দেশের সরকারকেই মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে ও সুরক্ষিত করতে অনুরোধ জানিয়ে আসছি।
×