ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সন্তানের হাতে ১৮ বছরের আগে মোবাইল ফোন নয় ॥ চসিক মেয়র

প্রকাশিত: ১১:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৯

সন্তানের হাতে ১৮ বছরের আগে মোবাইল ফোন নয় ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পারিবারিক শিক্ষা ব্যতীত একজন মানব সন্তান কখনও আদর্শ মানুষ হয়ে উঠতে পারে না। সামাজিক বৈষম্য, ব্যভিচার, মাদকাসক্তি, জঙ্গীবাদসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকা- থেকে মুক্তি পেতে হলে পারিবারিক ও সামাজিক বন্ধন দৃঢ় করতে হবে। সোমবার সকালে চট্টগ্রাম মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় কথাগুলো বলেন, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি ছেলে মেয়েদের হাতে ১৮ বৎসরের পূর্বে মোবাইল ফোন না দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। চসিক মেয়র বলেন, পারিবারিক বন্ধন দৃঢ় হলে জবাবদিহিতা চলে আসে। আর যেখানে জবাবদিহিতা থাকে সেখানে অপরাধ প্রবণতা কমে যায়।
×