ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে’

প্রকাশিত: ১১:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৯

‘বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশকে কলহ-দ্বন্দ্ব-সংঘাত ও সন্ত্রাসমুক্ত সম্প্রীতি ও বন্ধুত্বের দেশ গড়তে পরস্পরের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হবে। সবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে দেশের সার্বিক উন্নয়ন যেমন ত্বরান্বিত হয় তেমনি শান্তি থাকে বলে বক্তারা জানান। সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। মতবিনিময় সভার আয়োজন করেন বাংলাদেশ বন্ধু সমাজ। বাংলাদেশ বন্ধু সমাজের সভাপতি এফ. আহমেদ খান রাজীব বলেন, চলমান সময়ে যুগের প্রয়োজনে সংঘাত ও সন্ত্রাসমুক্ত পৃথিবীর সূচনায় বাংলাদেশের তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত মতপার্থক্যে বিরোধ নিষ্পত্তিতে ‘সকল সমস্যা অঙ্কুরেই নির্মূলে-যেখানে সমস্যা সেখানেই সমাধানে’ বাংলাদেশকে পৃথিবীবাসীর জন্য সম্প্রীতি ও বন্ধুত্বের দেশের মডেল সৃষ্টিতে সেতুবন্ধন হয়ে সমাজের বিপথগামীদের বন্ধুত্ব ও ভালবাসা দিয়ে মন্দ কাজে নিষেধ করে, ভাল কাজে উৎসাহিত করে সুপথে ফিরিয়ে আনতে হবে। তাহলেই সকল পক্ষ-বিপক্ষের মত-পার্থক্যে বিরোধ নিষ্পত্তিতে দেশবাসীর সেতুবন্ধন হবে এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক উন্নয়ন হবে।
×