ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খাবারে কাঁচা মাংস দিয়ে প্রতিবাদ!

প্রকাশিত: ১১:২৬, ১০ সেপ্টেম্বর ২০১৯

খাবারে কাঁচা মাংস দিয়ে প্রতিবাদ!

হংকংয়ে গণতন্ত্রপন্থীদের চলমান আন্দোলনে পুলিশের রাতের খাবারে কাঁচা মাংস পাঠিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্রপন্থীরা। শেং শুই পুলিশ স্টেশনে পাঠানো গত শুক্রবার রাতের খাবারের একশ’র বেশি খাবার বক্সে কাঁচা মাংস পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র। এ নিয়ে হংকং পুলিশের মধ্যে বেশ অস্বস্তি বিরাজ করছে। স্থানীয় একটি ফুড চেইন থেকে ছয় মাস ধরে ওই স্টেশনে খাবার সরবরাহ করা হচ্ছিল। এর আগে কখনও এমন ঘটনা তাদের সঙ্গে ঘটেনি। ওইদিন একশ’র বেশি রাতের খাবারের বক্সে চিকেন পাস্তায় কাঁচা মাংস পাওয়া যায়। পুলিশের পক্ষ থেকে অবশ্য সাপ্লাই চেইনটির নাম প্রকাশ করা হয়নি। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ফুড এ্যান্ড এনভায়রনমেন্টাল হাইজিন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি। -স্ট্রেইট টাইমস
×