ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডোমারে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: ০৯:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৯

ডোমারে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারীর ডোমার সরকারী কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সোলায়মান আলীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নীলফামারী জেলা শাখা। সোমবার সকাল ১০টায় জেলা শহরে চৌরঙ্গি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করেন তারা। নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবি প্রসাদ রায়ের সভাপতিত্বে সেখানে বক্তব্য রাখেন, জেলা বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) আনিছুর রহমান, মহিলা কলেজে অধ্যক্ষ প্রফেসর দিদারুল আলম, ডোমার সরকারী কলেজের সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী ডোমার সরকারী কলেজের প্রভাষককে যেভাবে লাঞ্ছিত করেছে তা সমাজের কোন মানুষই মেনে নিতে পারবে না। ২৪ ঘণ্টার মধ্যে যদি সন্ত্রাসীদের গ্রেফতার ও বহিষ্কার করা না হয় তাহলে আমরা কলেজ প্রত্যাখ্যান করব বলে হুঁশিয়ারি প্রদান করা হয়। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর এইচএসসি প্রথম বর্ষের ছাত্র শান্ত, সৈকতসহ তাদের সহযোগীরা প্রভাষক সোলায়মান আলীর ওপর হামলা চালিয়ে আহত করে।
×