ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরল সম্প্রীতি বাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪১, ১০ সেপ্টেম্বর ২০১৯

বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরল সম্প্রীতি বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ নাট্যব্যক্তিত্ব ও সম্প্রীতি বাংলাদেশ কর্মসূচীর আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতীয়তাবাদে বিশ^াস করতেন বলে বাংলার অবিসংবাদিত নেতা হতে পেরেছিলেন। তিনি বাঙালী জাতীয়তাবাদে বিশ^াস করতেন বলে সব ধর্মের মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিল। সোমবার দুপুরে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মুজিববর্ষ উপলক্ষে সরকারী পিসি কলেজে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর এই অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি বাংলাদেশ নামের একটি কর্মসূচী আমরা শুরু করেছি। সব ধর্মের মানুষরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে যাতে দেশে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে আমরা দেশের ৬৪ জেলায় আগামী দুই বছর ধরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরতে আমাদের প্রচার চলবে। বাগেরহাট সরকারী পিসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাখিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য মেজর জেনারেল (অব) মোহাম্মদ আলী শিকদার, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক অসীম কুমার সরকার, অধ্যাপক বিমান বড়ুয়া, প্রামাণ্যচিত্র পরিচালক আবু সাইফ আহমেদ, বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিহির কান্তি ঘোষাল, তাপস হালদার প্রমুখ।
×