ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে বকেয়া পরিশোধের দাবিতে পাট ব্যবসায়ীদের সমাবেশ

প্রকাশিত: ০৯:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৯

জামালপুরে বকেয়া পরিশোধের দাবিতে পাট ব্যবসায়ীদের সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৯ সেপ্টেম্বর ॥ বাংলাদেশ জুট মিলস্ কর্পোরেশনের (বিজেএমসি) কাছে পাট বিক্রির বকেয়া ৫০ কোটি টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন, মিছিল ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। সোমবার সকালে তারা এ কর্মসূচী পালন করেন। এ কর্মসূচীর অংশ হিসেবে সোমবার বেলা ১১টার দিকে জামালপুর শহরের তমালতলা মোড়ে জেলা পাট ব্যবসায়ী সমিতি মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য রাখেন জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি হাবিবুর রহমান হবি, নজরুল ইসলাম, রঞ্জন কুমার সিংহ ও ইকরামুল হক নবিন, পাট ব্যবসায়ী আমজাদ হোসেন ও আনোয়ার উদ্দিন প্রমুখ। বারিতে কৃষকদের মাঝে ফলের চারা ও কলম বিতরণ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) কৃষকদের মাঝে ফলের চারা ও কলম বিতরণ করেছে। ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের ফল বিভাগের উদ্যোগে সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত ‘ফলের চারা/কলম রোপণ ও পরিচর্যা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শেষে কৃষকদের মাঝে চারা ও কলম বিতরণের এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারির মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বারির উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আবেদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (গবেষণা) ড. মোঃ আব্দুল ওহাব ও পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) মোঃ হাবিবুর রহমান শেখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফল বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বাবুল চন্দ্র সরকার।
×