ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে ইউএনওর কাছে চাঁদা দাবি

প্রকাশিত: ০৯:৩৯, ১০ সেপ্টেম্বর ২০১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস পরিচয়ে ইউএনওর কাছে চাঁদা দাবি

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ সেপ্টেম্বর ॥ স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস সোহেল রানা পরিচয় দিয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীনের কাছে মিষ্টি খাওয়ার জন্য দশ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে। জানা গেছে, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মনিরা পারভীনের কাছে সোমবার দুপুর সোয়া ১২ টার দিকে (০১৩১৫৬০৫৮৪০) মুঠোফোনে স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএস সোহেল রানা পরিচয় দিয়ে ফোন দেয়। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ইউএনওকে বদলির আদেশ দিয়েছেন। ওই বদলির আদেশ এপিএস সোহেল রানা ঠেকিয়েছেন বলে জানান ইউএনওকে। ওই বদলি ঠেকানোর কারণে তিনি (সোহেল রানা) ইউএনওর কাছে মিষ্টি খাওয়ার জন্য ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনার তিন মিনিট পরে ওই এপিএস ইউএনওর কাছে (০১৩১৫৪১৭৭৬৮) একটি বিকাশ নম্বর দেয়। ওই সময় আমতলী থানায় ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ইউএনওর কার্যালয়ে উপস্থিত ছিলেন। ইউএনওর মুঠোফোনটি ওসির কাছে দিলে তিনি কথিত এপিএস সোহেল রানার সঙ্গে কথা বলার কিছুক্ষণ পরে সে ফোনের লাইটি কেটে দেয়। ওই সময় থেকে তার মোবাইল নম্বর ও বিকাশ নম্বর বন্ধ পাওয়া গেছে।
×