ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনা চোরাচালানের কথা স্বীকার

প্রকাশিত: ০৯:২৭, ১০ সেপ্টেম্বর ২০১৯

সোনা চোরাচালানের কথা স্বীকার

স্টাফ রিপোর্টার ॥ আমি সোনা চোরাচালানে জড়িত। আমি বুঝতে পারিনি এটা এত বড় অপরাধ। অনেকেই করে। তাই আমিও করেছি। এভাবেই সোনা চোরাচালানের কথা স্বীকার করেছেন ইউএস বাংলার কেবিন ক্রু রাবেয়া শেখ মৌসুমি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি সোনার বারসহ গ্রেফতারকৃত নারী ক্রু রাবেয়া শেখ মৌসুমি এ ধরনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। সোমবার আদালতে দেয়া জবানবন্দীতে তিনি স্বর্ণ চোরাচালানের কথা স্বীকার করেন। দুইদিনের রিমান্ড শেষে সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় তার জবানবন্দী রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন তার জবানবন্দী রেকর্ড করেন। প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা সংসদ রিপোর্টার ॥ নিজ নির্বাচনী এলাকা চাঁপাইনবাবগঞ্জের আন্তঃনগর ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে তার খোঁজ নেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য মোঃ হারুনুর রশীদ। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে একটি সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতা জানান। বিএনপির হারুনুর রশীদ সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, আমি আপনার (স্পীকারের) মাধ্যমে মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কিছুদিন পূর্বে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা পর্যন্ত আন্তঃনগর ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানে আমি দাওয়াত পেয়েছিলাম, কিন্তু উপস্থিত থাকতে পারিনি। কিন্তু অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আমাকে খোঁজ করেছিলেন যে হারুন কোথায়?
×