ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুশ স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের এক-তৃতীয়াংশ আসন হাতছাড়া

প্রকাশিত: ০৯:২১, ১০ সেপ্টেম্বর ২০১৯

রুশ স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের এক-তৃতীয়াংশ আসন হাতছাড়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থক ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া মস্কোর পার্লামেন্টে এক-তৃতীয়াংশ আসন হারিয়েছে। সোমবার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা রিয়া জানায়, বিরোধীপক্ষের কৌশলগত ভোটাভুটির জেরে ক্ষমতাসীন দলটি পরাজিত হয়েছে। রয়টার্স। ক্ষমতাসীন দলটি বিক্ষোভের পর মস্কো নির্বাচনে এক-তৃতীয়াংশ ভোটে পরাজিত হলো। গত এক দশকের মধ্যে দেশটির রাজধানীতে সবচেয়ে বৃহত্তম বিক্ষোভের পর রবিবারের অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনটি ব্যাপকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। তারপরও ২০২১ সালের পার্লামেন্টে নির্বাচনকে সামনে রেখে ইউনাইটেড রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করতেই পারেন প্রধান বিরোধীদলীয় রাজনীতিবিদ এলেক্সি নাভালনি।
×