ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সব অনুপ্রবেশকারী বিতাড়ন করা হবে ॥ অমিত শাহ

প্রকাশিত: ০৯:২০, ১০ সেপ্টেম্বর ২০১৯

সব অনুপ্রবেশকারী বিতাড়ন করা হবে ॥ অমিত শাহ

অসমের চূড়ান্ত তালিকায় জায়গা না পাওয়া ১৯ লাখের বেশি মানুষকে তাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন। এনডিটিভি। অমিত শাহ বলেন, ‘প্রত্যেক অবৈধ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেয়া হবে’। অসমে কোন অনুপ্রবেশকারীর জায়গা হবে না। তিনি বলেন, শুধু তাই নয় উত্তর পূর্বের রাজ্যগুলোকে বিশেষ সুবিধা দেয়া সংবিধানের ৩৭১ ধারা প্রত্যাহার বিকল্প করার কোন উদ্দেশ্য ভারত সরকারের নেই। ভারতের এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতীয় নাগরিকপঞ্জী নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নরকম প্রশ্ন তুলেছেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভারত সরকার একজন অবৈধ অনুপ্রবেশকারীকেও এদেশে থাকতে দেবে না। এটা আমাদের প্রতিশ্রুতি’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার অসম সফরে গেলেন অমিত শাহ। ১৯৫৮ সশস্ত্র আইনে (বিশেষ ক্ষমতা) অসমকে সবচেয়ে উপদ্রুত অঞ্চল হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার।
×