ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গরুর মাংস আমদানি হলে উদ্যোক্তা-খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন

প্রকাশিত: ০৭:৫৫, ৯ সেপ্টেম্বর ২০১৯

গরুর মাংস আমদানি হলে উদ্যোক্তা-খামারিরা ক্ষতিগ্রস্ত হবেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ গরুর মাংস আমদানি হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ, উৎপাদনকারী, খামারি ও শিল্পসংশ্লিষ্টরা। তাই সাধারণ মানুষের কথা চিন্তা করে হিমায়িত গরুর মাংস আমদানি বন্ধের দাবি জানিয়েছেন দেশীয় মাংস উৎপাদনকারীরা। সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) সভাপতি ডা. এম নজরুল ইসলাম, বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) মহাসচিব ড. মো হাবিবুর রহমান মোল্লা, বাংলাদেশ ডেইরি ফারমার্সের (বিডিএফএ) সেক্রেটারি শাহ ইমরান, বেঙ্গল মিটের হেড অব কমার্শিয়াল অ্যান্ড এক্সপোর্ট সাইদুল হক ভূইয়া প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিএলআরআইয়ের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরীফ আহমেদ চৌধুরী। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদেশ থেকে অবাধে হিমায়িত গরুর মাংস আমদানি করলে দেশীয় উদ্যোক্তা ও প্রান্তিক খামারিরা চরমভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। এর ফলে বিশাল যুবসমাজ তথা উদ্যোক্তারা বেকার হয়ে পড়বে। যার প্রভাব ব্যাপকভাবে গ্রামীণ অর্থনীতি, সামাজিক নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও কৃষিখাতে পড়বে। এমতাবস্থায় দেশের স্বার্থে বিদেশ থেকে আমদানি প্রক্রিয়া বন্ধ করতে সরকারের কাছে দাবি জানানো হয়।
×