ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১৩:০৪, ৯ সেপ্টেম্বর ২০১৯

 ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাসেজে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ২-১ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। প্রথম টেস্টে জেতার পর দ্বিতীয় টেস্ট ড্র করে অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট হারে। রবিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। ওভালে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া পঞ্চম ও শেষ টেস্টে অস্ট্রেলিয়া জিতলে এ্যাসেজ সিরিজ জিতবে। আর হারলে সিরিজ ২-২ ড্র হবে। চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৪৯৭ রান করে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩০১ রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৮৬ রান করে ইনিংস ঘোষণা করে দেয়। ইংল্যান্ডের সামনে জিততে ৩৮৩ রানের টার্গেট দাঁড় হয়। এই টার্গেট অতিক্রম করতে গিয়ে ১৯৭ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। বড় ব্যবধানেই ইংলিশদের হার হয়। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৪৯৭/৮ ইনিংস ঘোষণা; স্মিথ ২১১ ও দ্বিতীয় ইনিংস ১৮৬/৬ ইনিংস ঘোষণা; স্মিথ ৮২। ইংল্যান্ড প্রথম ইনিংস ৩০১/১০; বার্নস ৮১; হ্যাজলউড ৪/৫৭ ও দ্বিতীয় ইনিংস ১৯৭/১০; ডেনলি ৫৩, বাটলার ৩৪; কামিন্স ৪/৪৩। ফল ॥ অস্ট্রেলিয়া ১৮৫ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)।
×