ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাবিতে তিন দফা দাবিতে আন্দোলন, এক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১০:৩৮, ৯ সেপ্টেম্বর ২০১৯

 জাবিতে তিন দফা দাবিতে আন্দোলন, এক নেতাকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ

জাবি সংবাদদাতা ॥ বিশ^বিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পে আর্থিক কেলেঙ্কারির তদন্ত, মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাসসহ তিন দফা দাবিতে আন্দোলন চলমান রয়েছে। চলমান আন্দোলনের এক নেতাকে মারধরের প্রতিবাদে রবিবার বেলা সাড়ে বারোটায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও পথ নাটক করেন শিক্ষার্থীরা। পথনাটক শেষে শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে যোগ দেন। এদিকে আন্দোলনকারীকে মারধরের অভিযোগে শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অভিষেক ম-লের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করলে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রলীগ। বেলা তিনটায় শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ জুয়েল রানার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল বের হয়।
×