ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু হাবিবাকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রকাশিত: ১০:৩৬, ৯ সেপ্টেম্বর ২০১৯

  ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু হাবিবাকে বাঁচাতে এগিয়ে আসুন

স্টাফ রিপোর্টার ॥ মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রী হাবিবাকে বাঁচাতে এগিয়ে আসুন। ১১ বছরের শিশু হাবিবা খাতুন সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। কিছুদিন আগেও সে হেসে-খেলে বেড়াত। মাসখানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাবিবা এখন হাসপাতালে শয্যাশায়ী। হাবিবা গত ২৯ আগস্ট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ওয়ার্ড নং-২০৯, বেড নং-২২) চিকিৎসাধীন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসা পেলে সে সেরে উঠতে পারে। চিকিৎসকদের মতে এই চিকিৎসায় অনেক টাকার দরকার। কিন্তু দিনমজুর বাবার পক্ষে এত টাকা সংগ্রহ করা অসম্ভব। তাই মেয়েকে বাঁচাতে হৃদয়বানদের সহযোগিতা কামনা করেছেন তার অসহায় বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা : পিতা-হান্নান গাজী, পোস্ট-মথুরাশপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা। যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৭৭১৩৭৫৩৯৭ (হান্নান গাজী) অথবা সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- হান্নান গাজী, ব্যাংক হিসাব নং-০২২৪১২২০০০০৭৬৮১, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কালিগঞ্জ শাখা, সাতক্ষীরা। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ মানুষ মানুষের জন্য বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্যপ্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে। অথবা সাহায্যপ্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×