ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এরশাদের আসনে ধানের শীষের প্রার্থী রিটা রহমান

প্রকাশিত: ১০:৩২, ৯ সেপ্টেম্বর ২০১৯

 এরশাদের আসনে  ধানের শীষের  প্রার্থী রিটা  রহমান

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করার সুযোগ পেলেন ২০ দলীয় জোটের শরিক দল পিপলস পার্টির চেয়ারম্যান রিটা রহমান। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ (সদর) আসনের আসন্ন উপনির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী রিটা রহমান এবং তিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। ৫ অক্টোবর এ আসনে উপনির্বাচন। এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক অংশ নেবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামত নিয়ে রিটা রহমানকে রংপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী করে। রংপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি এখনও প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। এরশাদের দুই পুত্রসহ জাতীয় পার্টি থেকে বেশ ক’জন প্রার্থী হতে চান। আর বিএনপি ২০ দলীয় জোটের শরিক দলের নেতা ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য মসিউর রহমান যাদু মিয়ার বড় মেয়ে রিটা রহমানকে প্রার্থী করে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে রিটা রহমানকেই প্রার্থী করেছিল জাতীয় ঐক্যফ্রন্ট।
×