ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বাবার মৃত্যুর দুদিন পর ছেলে ও তার বন্ধুকে চাপা

প্রকাশিত: ১০:৩১, ৯ সেপ্টেম্বর ২০১৯

বাবার মৃত্যুর দুদিন পর ছেলে ও তার বন্ধুকে চাপা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় খ্যাতিমান সঙ্গীত পরিচালক পারভেজ রব নিহত হওয়ার দু’দিন না যেতেই এবার তার ছেলে ইয়ামিন আলভী (১৯) ও তার বন্ধু মেহেদী হাসান ছোটনকে (২০) চাপা দিয়েছে একই কোম্পানির বাস। এতে মেহেদী হাসান ছোটনের মৃত্যু হয়েছে। আর আলভী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। দুজনই একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। স্থানীয়রা অভিযোগ করেন, শনিবার রাতে উত্তরার কামারপাড়া এলাকায় সঙ্গীত পরিচালকের আলভীদের বাসার কাছে এই ‘হত্যাকাণ্ড’ ঘটে। নিহতের স্বজনরা জানান, রাজধানীর তুরাগে ভিক্টর পরিবহনের একটি বাসের চাপায় খ্যাতিমান সঙ্গীত পরিচালক পারভেজ রব নিহত হওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার বিষয়ে পরিবহনটির সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করছিলেন তার ছেলে ইয়ামিন আলভী ও তার বন্ধু মেহেদী হাসান ছোটন। শনিবার রাতে নিহত সঙ্গীত পরিচালক পারভেজ রবের উত্তরা কামার পাড়ার বাসায় আসেন ভিক্টর পরিবহন বাসের কর্তৃপক্ষ। সমঝোতার এক পর্যায়ে উভয়ের মধ্যে বাগ্বিতন্ডা হয়। নিহতের সঙ্গীত পরিচালক পারভেজ রবের বন্ধু আলী আসরাফ আখন জানান, পারভেজ রবের মৃত্যুর ঘটনায় ভিক্টর পরিবহনের কয়েকজন কর্মকর্তা তাদের সঙ্গে সমঝোতা করতে আসছিলেন উত্তরায় কামারপাড়ার রবের বাসায়। একপর্যায় পরিবহনের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মারপিট শুরু করে। তখন ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাস তাদের উপর উঠিয়ে দেয়া হয়। এতে পারভেজের ছেলে আলভী আহত হন ও তার বন্ধু মেহেদী মারা যান। তিনি জানান, আলভীর অবস্থা খুবই গুরুতর। চিকিৎসকরা জানিয়েছেন, তার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে গেছে। রবিবার দুপুরে তাকে ঢামেক হাসপাতালে থেকে ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আলভীর বন্ধু কাওসার জানান, শনিবার বিকেলে এলাকার লোকজন, পারভেজের পরিবারের সদস্য ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে মালিকপক্ষের একজন এক লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার প্রস্তাব দেন। কিন্তু পরিবার ও স্থানীয় লোকজন তা না মেনে পারভেজের দুই ছেলের জন্য দুটি গাড়ি বা ২০ লাখ টাকা চান। এরপর মালিক পক্ষের প্রতিনিধি তাদের অন্যদের সঙ্গে কথা বলে সন্ধ্যার পর জানাবে বলে জানিয়ে চলে যান। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান, বৃহস্পতিবার উত্তরার তুরাগে ভিক্টর পরিবহনের ধাক্কায় নিহত সঙ্গীত পরিচালক পারভেজ রব। সেই মামলা সংক্রান্ত বিষয়ে শনিবার রাতে পারভেজ রবের ছেলে আলভী ও তার বন্ধু ছোটনসহ বেশ কয়েকজন উত্তরা কামারপাড়ায় তাদের বাসার সামনে ভিক্টর পরিবহনের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করছিলেন। এ সময় তারা উত্তেজিত হয়ে সেখানে থাকা ভিক্টর পরিবহনের এক চালককে মারধর করতে থাকেন। একপর্যায়ে ওই চালক বাস টান দিলে গাড়ির নিচে চাপা পড়েন ছোটন ও আলভী। পরে দু’জনকেই দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতাল নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ছোটন মারা যায়। আলভীকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। ওসি জানান, ঘটনার পরপরই ভিক্টর পরিবহনের ওই বাসটিকে জব্দ এবং সেই চালককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসচালক দাবি করেন, হঠাৎ তাকে মারধর করায় তিনি আত্মরক্ষার্থে গাড়ি টান দিলে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের এই বক্তব্যে ক্ষুব্ধ হয় স্থানীয় ও নিহতের স্বজনরা। তাদের দাবি, দুদিন পার হবার পরও সঙ্গীত পরিচালক পারভেজ রবের ঘাতক ভিক্টর পরিবহনের বাসের চালককে গ্রেফতার করতে পারেনি। আর এই কারণে পুনরায় ভিক্টর পরিবহনের বাসটি আরেকজনের প্রাণ কেড়ে নিল। কি এমন খুঁটির জোর ভিক্টর পরিবহনের ওপর কোন ব্যবস্থা নিচ্ছে না সরকারী প্রশাসন। উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে তুরাগে ভিক্টর পরিবহন বাসের চাপায় সঙ্গীত পরিচালক পারভেজ রব (৫৬) নিহত হয়। তিনি প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক আপেল মাহমুদের চাচাত ভাই। ঘটনার দিন বৃহস্পতিবার পারভেজ রব নিহত হওয়ার ঘটনায় ভিক্টর পরিবহনের অজ্ঞাতনামা চালক ও হেলপারকে আসামি করে তুরাগ থানায় মামলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীতে একে একে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। বাস চালকের বেপোরোয়া গতি চালানো এই প্রাণহানির ঘটনা বেড়ে চলছে। সূত্রগুলো জানায়, বাংলাদেশে গড়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৬৪ জন। সারাদেশের মহানগরগুলোতে যত দুর্ঘটনা হয়, তার ৭৪ শতাংশই ঘটে ঢাকা মহানগরে। সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৩তম।
×