ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাতির পিতাকে বাঁচিয়ে রাখতে না পারা বড় ব্যর্থতা ॥ নৌ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৪:১৫, ৮ সেপ্টেম্বর ২০১৯

জাতির পিতাকে বাঁচিয়ে রাখতে না পারা বড় ব্যর্থতা ॥ নৌ প্রতিমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ জাতির পিতাকে ধরে (বাঁচিয়ে) রাখতে না পারা বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এই ব্যর্থতার মাশুল আমাদেরকে ৪৮ বছর ধরে দিতে হচ্ছে। আমরা এমন ব্যর্থতার পরিচয় আর দিতে চাই না। আবারও আমরা ধুলোবালি, মাটি, কাদা মেখে এই দেশটাকে গড়তে চাই।’ রবিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অভ্যন্তরীণ নৌ-রুটে পণ্যবাহী জাহাজ ভাড়ার প্রথম অ্যাপ ‘জাহাজি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘৩০ লাখ মানুষ কিন্তু স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দেখতে চেয়েছিল। আমরা বর্তমানে স্বাধীন বাংলার মানুষ। জাতির পিতাকে ধরে রাখতে পারিনি, আমরা অন্ধকারে গিয়েছিলাম। সেই অন্ধকার থেকে আমাদের তুলে এনেছেন জাতির পিতার কন্যা শেখ হাসিনা।’ নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০৪৮ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।’ এই উন্নত দেশ বাস্তবায়নের জন্যে ডেল্টা প্ল্যান করা হয়েছে। ডেল্টা প্ল্যান ধরে রাখার জন্য আমাদের কাজ করে যেতে হবে। কোনও বিশৃঙ্খলা করা যাবে না। বিশৃঙ্খলা করলে কী হয়, সেটা যারা করেছে তারা এরইমধ্যে অনুধাবন করতে পেরেছে।’ ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশে খুব ভালো অবস্থানে ছিল না। ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত আমাদের কঠিন একটা সময় গেছে। এরমধ্যে ৯৩ দিন মানুষ অবরুদ্ধ ছিল। এরপর যদি ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেখি, এই সময়টা আমাদের জন্য ভালো সময়। ২০১৮ সালে এসে আমরা একটা পার্টিসিপেটরি নির্বাচন দেখলাম। নির্বাচনের পরে এখন সংসদ বহাল আছে।’ ‘জাহাজি’ (অ্যাপ) উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘জাহাজি’র মতো উদ্যোক্তা যদি আমাদের সেক্টরে কাজ করতে আসে, তাহলে সবসময় আমরা তাদেরকে স্বাগতম জানাবো। জাহাজি’র মতো শত শত উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশটাকে আমার সোনার বাংলায় গড়ে তোলা সম্ভব।’ জাহাজি হলো মোবাইলভিত্তিক একটি অ্যাপ। এর মাধ্যমে জাহাজের মালিক ও জাহাজ ভাড়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার মেলবন্ধন সৃষ্টি হবে। এই অ্যাপের মাধ্যমে দেশ-বিদেশের যেকোনও প্রান্তে বসে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী জাহাজ ভাড়া, জাহাজের গন্তব্য এবং বর্তমান অবস্থান সম্পর্কে জানা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে জাহাজি ডট কমের সহ-প্রতিষ্ঠাতা ও জাহাজি লিমিটেডের প্রধান নির্বাহী কাজল আব্দুল্লাহ, নৌ-পরিবহন অধিদপ্তফতরের মহাপরিচালক সৈয়দ আরিফুল ইসলাম, বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
×