ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলবেনিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

প্রকাশিত: ২৩:০৬, ৮ সেপ্টেম্বর ২০১৯

আলবেনিয়াকে উড়িয়ে দিল ফ্রান্স

অনলাইন ডেস্ক ॥ কিংসলে কোমানের জোড়া গোলের পাশাপাশি জালের দেখা পেলেন অলিভিয়ে জিরুদ ও জোনাতঁ ইকোনে। আলবেনিয়াকে উড়িয়ে ইউরোর বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ফ্রান্স। নিজেদের মাঠে শনিবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ৪-১ গোলে জিতে প্রতিযোগিতাটির গতবারের রানার্সআপরা। শুরু থেকে একের পর এক আক্রমণ করা ফরাসিদের অষ্টম মিনিটে এগিয়ে নেন কোমান। অফ-সাইডের ফাঁদ ভেঙে রাফায়েল ভারানের ডিফেন্স চেরা পাস ধরে ছোট ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের নিচু শটে গোলরক্ষককে ফাঁকি দেন বায়ার্ন মিউনিখের এই মিডফিল্ডার। ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিরুদ। বাঁ প্রান্ত দিয়ে লুকা এরনঁদেজের বাড়ানো ক্রসে বল পেয়ে প্লেসিং শটে জালে জড়ান চেলসির এই ফরোয়ার্ড। প্রথমার্ধের শেষ দিকে এরনঁদেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পট কিকে গোল করতে ব্যর্থ হন আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় আসা ফরোয়ার্ড গ্রিজমান। ৬৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন কোমান। বাঁ প্রান্ত দিয়ে গ্রিজমানের ক্রসে ছোট ডি-বক্সের ঠিক বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ৮৫তম মিনিটে দলের চতুর্থ গোলটি করে জাতীয় দলে অভিষেকটাকে রাঙান ইকোনে। ফরাসিরাও ছুটতে থাকে বড় জয়ের পথে। শেষ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে আলবেনিয়া। গ্রুপের অন্য ম্যাচে মলদোভাকে ৩-০ গোলে হারিয়েছে আইসল্যান্ড। অ্যান্ডোরার বিপক্ষে ১-০ গোলে জিতেছে তুরস্ক। পাঁচ রাউন্ড শেষে সমান ১২ করে পয়েন্ট ফ্রান্স, তুরস্ক ও আইসল্যান্ডের। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে ফরাসিরা। ‘বি’ গ্রুপের ম্যাচে সার্বিয়ার মাঠ থেকে ৪-২ গোলের জয় নিয়ে ফেরা পর্তুগাল তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। লিথুনিয়ার মাঠে ৩-০ গোলের জয় পাওয়া ইউক্রেন পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। ‘এ’ গ্রুপের ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকে বুলগেরিয়াকে ৪-০ ব্যবধানে হারানো ইংল্যান্ড টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। নিজেদের মাঠে চেক রিপাবলিককে ২-১ গোলে হারানো কসোভো চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।
×