ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

প্রকাশিত: ২২:৩৪, ৮ সেপ্টেম্বর ২০১৯

বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

অনলাইন ডেস্ক ॥ আলোর স্বল্পতায় বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্টটির তৃতীয় দিন শেষ হয়েছিল আগেভাগে। সেই ক্ষতি পুষিয়ে নিতে চতুর্থ দিন ২০ মিনিট আগে খেলা শুরুর প্রস্তুতি ছিল। সেখানে এবার বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখনও শুরু করা যায়নি চতুর্থ দিনের খেলা। ইতোমধ্যে উইকেটও ঢেকে রাখা হয়েছে কাভারে। নির্ধারিত ৯টা ৪০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। অবশ্য বৃষ্টিটা বাংলাদেশের জন্যে একভাবে স্বস্তিরই! কারণ আগের দিন দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৩৭ রান তুলে অবস্থানটা শক্ত অবস্থানে নিয়ে গেছে আফগানরা। তাদের লিড দাঁড়িয়েছে ৩৭৪ রানের। চতুর্থ ইনিংসে তাই ব্যাট করতে নামলে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে স্বাগতিকদের। দ্বিতীয় ইনিংসে আফগানদের সংগ্রহটা বড় করতে ক্রিজে আছেন আফসার জাজাই। ব্যাট করছেন ৩৪ রানে। অপরপ্রান্তে এখনও রানের খাতা খোলেননি ইয়ামিন আহমাদজাই।
×