ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী আহত

প্রকাশিত: ১২:১৩, ৮ সেপ্টেম্বর ২০১৯

ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী আহত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সায়েদাবাদ এলাকায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার (১৬) নামের এক স্কুলছাত্রী আহত হয়েছে। সে ভুঁইয়াপাড়া শান্তিপুর আইডিয়াল স্কুলে দশম শ্রেণীতে পড়াশোনা করে। সে খিলগাঁও ভুঁইয়াপাড়ার সিপাহীবাগ এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকে। ওয়ারি পুলিশ ফাঁড়ির এএসআই চঞ্চল সরকার জানান, শনিবার সকাল ৯টার দিকে তানিয়া সায়েদাবাদ রেললাইন পার হচ্ছিল। এ সময় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে এক পথচারী তাকে উদ্ধার করে প্রথমে সালাউদ্দিন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তানিয়াকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রেনে অবৈধ মালামালসহ সাতজন আটক ॥ রাজধানীর একটি ট্রেন থেকে অবৈধ মালামালসহ সাতজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃতদের মধ্যে ৫ নারী। আটককৃতরা হচ্ছে, ময়না (৩০), শিউলি (৩১), পেয়ারা বেগম (৫৮), রিতা (৩২), রিনা (৩৪) আয়েজ বিন আহমদ সুমন (৩৫) ও জাকির হোসেন (৪৯)। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রেনে অভিযান চালিয়ে সাতজনকে ভারতীয় মালামালসহ আটক করা হয়। ওই মালামালের মধ্যে ছিল শাড়ি থ্রি-পিস ইমিটেশনের গহনা। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ। ওসি জানান, আটককৃতরা বিভিন্ন পন্থায় ভিসা নিয়ে ভারতে গিয়ে অবৈধভাবে মালামাল ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসেন।
×