ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী

সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা আমাদের মূলনীতি

প্রকাশিত: ১২:১১, ৮ সেপ্টেম্বর ২০১৯

সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা আমাদের মূলনীতি

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতিসংঘকে অত্যন্ত প্রাসঙ্গিক ও প্রয়োজনীয় মনে করে। আমাদের সরকার জাতিসংঘের কাছ থেকে অনেক উপকার পেয়েছে, সহায়তা পেয়েছে। আমরা জাতিসংঘে শান্তিরক্ষার শান্তিরক্ষী। বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশ সরাসরি অংশ নিচ্ছে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার হোটেল লেকশোরে কসমস ফাউন্ডেশন আয়োজিত ‘দ্য রিরেভেন্স অব দ্য ইউনাইটেড নেশনস ফর বাংলাদেশ : এ্যা প্রোগনোসিস ফর পার্টনারশিপ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ইনস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. ইফতেখার আহমেদ চৌধুরী ও সঞ্চালনা করেন কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের মূল নীতিই হলো সবার (রাষ্ট্র/সংস্থা) সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা। কারও সঙ্গে খুঁচিয়ে খুঁচিয়ে আমরা শত্রুতা করব না এবং প্রতিটি ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেব। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিকভাবে চেষ্টা করব, সরাসরি কথা বলব, জাতিসংঘের মাধ্যমে কথা বলব, কিন্তু আমরা অসহিষ্ণু হব না। আমরা প্রতিটি ব্যাপারে সহিষ্ণুতা প্রদর্শন করব।মন্ত্রী বলেন, শান্তিরক্ষায় জাতিসংঘে আমাদের বিশাল ভূমিকা রয়েছে। আমাদের কয়েক শ’ জন প্রাণও দিয়েছেন। তাদের আমি স্যালুট জানাই। আমরা শান্তি চাই। সবাই মিলেমিশে শান্তির সঙ্গে বসবাস করতে চাই। তিনি বলেন, ভারতের মানুষ ভারতে থাকবে, মিয়ানমারের মানুষ মিয়ানমারে। আমরা থাকব আমাদের দেশে। সবাই নিজ নিজ দেশে থাকবে শান্তির সঙ্গে। কোন দেশের সঙ্গে আমরা সহিংসতা চাই না। কেউ সহিংসতা করতে চাইলে তাকে আমরা সরাসরি বলব অথবা জাতিসংঘের মাধ্যমে বোঝাব। আমাদের মূলনীতি হলো, সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জাতিসংঘের অবদান তুলে ধরে এম এ মান্নান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ও সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের ক্ষেত্রে জাতিসংঘ আমাদের অনেক সহায়তা করছে। আমাদের জাতিসংঘের অবশ্যই প্রয়োজন রয়েছে। জাতিসংঘের সাবেক উপমহাসচিব লর্ড জর্জ মার্ক মালোক ব্রাউন বলেন, জাতিসংঘ সারাবিশ্বে শান্তিরক্ষায় কাজ করছে। সিরিয়া-ইরাকে শান্তি ফেরাতে নানা পদক্ষেপ নিয়েছে তারা। জাতিসংঘের মূলনীতি, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা। এখানে সরাসরি বাংলাদেশ বড় ভূমিকা রাখছে। কসমস ডায়ালগ ডিস্টিংগুইশ স্পিকারস লেকচার সিরিজের অংশ হিসেবে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে খ্যাতিমান বিশেষজ্ঞদের একটি প্যানেল সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ ও প্রাসঙ্গিক আলোচনায় অংশ নেন।
×