ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংক্ষিপ্ত খবর ॥ ইসরাইলী হামলায় দুই ফিলিস্তিনী নিহত

প্রকাশিত: ১১:৪৩, ৮ সেপ্টেম্বর ২০১৯

সংক্ষিপ্ত খবর ॥ ইসরাইলী হামলায় দুই ফিলিস্তিনী নিহত

গাজা উপত্যকায় বিক্ষোভরত ফিলিস্তিনীদের ওপর ইসরাইলী সেনাবাহিনীর হামলায় দুই ফিলিস্তিনী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭০ জন আহত হয়েছেন। শুক্রবার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে ফিলিস্তিনীদের ৭৩তম বিক্ষোভ মিছিলে এ হামলা চালানো হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর জানিয়েছে। গত বছরের মার্চ মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা ইসরাইল বিরোধী বিক্ষোভ করে আসছেন। তারা ইহুদিবাদীদের দখলে থাকা নিজ মাতৃভূমিতে ফিরে আসার পাশাপাশি গাজা উপত্যকার ওপর থেকে ১৩ বছরের অবরোধ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। প্রায় দেড় বছর ধরে চলা এই বিক্ষোভে ইসরাইলী সেনাদের হামলায় এ পর্যন্ত ৩২০ ফিলিস্তিনী নিহত হয়েছেন। -পার্সটুডে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ করায়... মিয়ানমারের সামরিক সরকার খ্রীস্টানদের ওপর নিপীড়ন চালাচ্ছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জানিয়েছেন দেশটির এক খ্রীস্টান ধর্মীয় নেতা। এ কারণে তার বিরুদ্ধে মামলা ঠুকেছে মিয়ানমার সেনাবাহিনী। বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় নিপীড়নের শিকার ব্যক্তিরা চলতি বছরের জুলাই মাসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। সেখানে মিয়ানমারের কাচিন রাজ্যের খ্রীস্টান নেতা হাকালাম স্যামসন উপস্থিত ছিলেন। এ সময় ট্রাম্পর কাছে অভিযোগ করে বলেন, মিয়ানমারের সামরিক সরকারের দ্বারা খ্রীস্টানরা নিপীড়িত ও নির্যাতিত হচ্ছেন। সামরিক বাহিনীর কয়েক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় ট্রাম্পকে ধন্যবাদও জানান স্যামসন। -রয়টার্স ও ডয়চ ভেল নয়াদিল্লী রেল স্টেশনে অগ্নিকা- ভারতের রাজধানীর একটি রেল স্টেশনে শুক্রবার দুপুরে হঠাৎ করেই ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে আগুন নিভাতে আসে দমকল বাহিনীর সদস্যরা। জানা যায়, চ-ীগড়- কোচুভেলি এক্সপ্রেস আট নম্বর প্ল্যাটফর্মে ছিল। এসময় পেছনের দিকের পাওয়ার কারে আগুন লাগে। তবে যাত্রীদের নিরাপদে ট্রেন থেকে বের করে আনা হয়। বেলা ২টার দিকে আগুন লাগার খবর ফোনে জানানো হয় দিল্লী ফায়ার সার্ভিসকে। আট নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটির আগুন নেভানোর জন্যে ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের ১২টি ইউনিটকে। -এই সময় যুক্তরাষ্ট্রে দ্বীপে আটকা পড়েছে কয়েক শ’ ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হানার পর বাড়তে থাকা বন্যার পানিতে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি দ্বীপের কয়েক শ’ বাসিন্দা আটকে পড়েছে বলে অঙ্গরাজ্যটির সরকার ধারণা করছে। বাহামা দ্বীপপুঞ্জে ৩০ জনের প্রাণহানি ঘটানোর কয়েকদিন পর শক্তি হারিয়ে শুক্রবার আটলান্টিক থেকে উদ্ভূত ঝড়টি যুক্তরাষ্ট্রের পর্যটকধন্য কয়েকটি দ্বীপে আছড়ে পড়ে। নর্থ ক্যারোলাইনার গবর্নর রয় কুপার ঘূর্ণিঝড়ের কারণে ওক্রাকোক দ্বীপের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। ডোরিয়ান আঘাত হানার পর ওই দ্বীপটিতে ৮শ’ লোক ‘আটকে আছে’ বলে খবর পাওয়া গেছে। -বিবিসি
×