ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হংকংয়ে সহিংসতা নয় দরকার রাজনৈতিক আলোচনা ॥ মেরকেল

প্রকাশিত: ১১:৪১, ৮ সেপ্টেম্বর ২০১৯

হংকংয়ে সহিংসতা নয় দরকার রাজনৈতিক আলোচনা ॥ মেরকেল

হংকংয়ে অন্তত পাঁচটি স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা বিক্ষোভকারীদের চার দফার দাবিতে মাসব্যাপী চলমান বিক্ষোভে অংশ নিয়ে সচেতনতা বৃদ্ধিতে মানববন্ধন করেছেন। চীনা কর্তৃপক্ষ শাসিত স্বায়ত্তশাসিত ওই অঞ্চলটিতে বিতর্কিত একটি বিলের বিরুদ্ধে শিক্ষার্থীরা অনেক জুলুম-অত্যাচার সহ্য করে বিক্ষোভটিকে জিইয়ে রেখেছে। উত্থাপিত বিল বাতিলসহ দফাগুলো পূরণ হলেই বিক্ষোভকারীরা ঘরে ফিরে যাবেন বলে বিক্ষোভে অংশ নেয়া কয়েক শিক্ষার্থী জানিয়েছে। এদিকে চীন সফররত জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেল শুক্রবার হংকং নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য আহ্বান জানিয়েছেন। খবর এমপির। শুক্রবার নীল জামা পরিহিত শিক্ষার্থীরা হাতে হাত বেঁধে ক্যাথলিক গার্লস মেরিকেনল কনভেন্ট স্কুলের বাইরে মানববন্ধন করেছে। এ সময় তারা পুলিশের ছোড়া কাঁদুনে গ্যাস হতে বাঁচতে সার্জিক্যাল মাস্ক পরে অংশ নেয়। বিভিন্ন স্কুল থেকে আগত কালো রঙ্গের পোশাক পরিহিত শিক্ষার্থীরা আন্দোলনের ‘ট্রেডমার্ক’ হাতে তুলে মানববন্ধনে অংশ নেন। এখানে এক শিক্ষর্থীকে ‘স্বাধিনতা’ লিখিত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গত জুনে শুরু হওয়া বিক্ষোভটি সম্প্রতি ক্রমবর্ধমানভাবে সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত আন্দোলনে অংশ নেয়া অন্তত এক হাজার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে, সাম্প্রতিক অচলাবস্থা পর্যবেক্ষণ করে রেটিংস এজেন্সি ফিচ হংকংয়ের ক্রেডিট রেটিং হ্রাস করে জানিয়েছে, অঞ্চলটির ভাবমূর্তির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি হয়েছেন। অন্যদিকে, বর্তমানে নিম্নমুখী হংকংয়ের অর্থনীতিতে হংকং কর্তৃপক্ষ প্রবৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে। মূল ভূখ-ের সঙ্গে হংকংকে একীভূত করার বিষয় উল্লেখ করে ফিচ জানায়, ‘এক দেশ, দুই নীতির’ ব্যবস্থা থেকে সরে যেতে পারে চীন। চীনের দক্ষিণাঞ্চলে ভ্রমণে আসা পর্যটক ল্যাম বলেন, আমরা ফিচের রেটিংয়ে বিশ্বাস করি না। কারণ গত কয়েক মাসে যা ঘটেছে তা ‘এক দেশ, এক নীতি’র সঙ্গে সাংঘর্ষিক নয়। অঞ্চলটিতে কয়েক মাস ধরে চলমান বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে।
×