ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৩৭৪ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান

প্রকাশিত: ০৫:৪৩, ৭ সেপ্টেম্বর ২০১৯

৩৭৪ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে আফগানিস্তান

অনলাইন ডেস্ক ॥ তৃতীয় দিন শেষেও চট্টগ্রাম টেস্টের লাগাম আফগানিস্তানের হাতে। ৮ উইকেট হারিয়ে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ২৩৭ রানের। লিড এখন পর্যন্ত ৩৭৪ রানের। আহামরি কিছু না ঘটলে দু'দিন হাতে রেখে জয় দেখছে আফগানিস্তান। আজ তৃতীয় দিনের প্রথম ওভারে সাকিবের দুই উইকেটে বাংলাদেশের বোলিংয়ের শুরুটা দুর্দান্ত হলেও পরে ধরে রাখা যায়নি সেই ধারা। এলোমেলো লেংথে বল করে আফগান ব্যাটসম্যানদের কাজ সহজ করেছেন বোলাররা। এই মাঠে শেষ ইনিংসে রান তাড়া করে জয়ের রেকর্ড ৩১৭, বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালে জিতেছিল নিউজিল্যান্ড। আফগানিস্তানের ইনিংস এখনও শেষ হয়নি। কিন্তু এটা নিশ্চিত হয়ে গেছে, জিততে হলে আগের রেকর্ড ছাড়িয়েও অনেক দূর যেতে হবে বাংলাদেশকে। সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২ বাংলাদেশ ১ম ইনিংস: ২০৫ আফগানিস্তান ২য় ইনিংস: ৮৩.৪ ওভারে ২৩৭/৮ (ইহসানউল্লাহ ৪, ইব্রাহিম ৮৭, রহমত ০, শহিদি ১২, আসগর ৫০, আফসার ৩৪*, নবি ৮, রশিদ ২৪, কাইস ১৪, ইয়ামিন ০*; সাকিব ১৬-৩-৫৩-৩, মিরাজ ১২-৩-৩৫-১, তাইজুল ২৪.৪-৫-৬৮-২, নাঈম ১৭-২-৬১-২, মুমিনুল ১০-৬-১৩-০, মোসাদ্দেক ৪-১-৩-০)।
×