ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৯৩ রানের লিড নিয়ে লাঞ্চে আফগানিস্তান

প্রকাশিত: ০০:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৯

১৯৩ রানের লিড নিয়ে লাঞ্চে আফগানিস্তান

অনলাইন ডেস্ক ॥চট্রগ্রাম টেস্টে তৃতীয় দিন সকালে বালাদেশ ২০৫ রানে সাবই আউট হয়ে যায়। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হয়নি। তবে প্রথম ইনিংসের বড় লিড নিশ্চিত করছে, ম্যাচের বাস্তবতায় অনেক এগিয়ে আফগানিস্তানই। ৩ উইকেটে ৫৬ রান নিয়ে তৃতীয় দিন লাঞ্চে গিয়েছে আফগানরা। প্রথম ইনিংসের ১৩৭ রান মিলিয়ে লিড এখন ১৯৩। ২৮ রানে ৩ উইকেট হারানো আফগানদের এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম জাদরান ও আসগর আফগান। একটি করে চার ও ছক্কায় ২৪ রান করে লাঞ্চে গিয়েছেন ইব্রাহিম। একটি করে চার ও ছক্কায় অপরাজিত ১৬ আসগর। তৃতীয় দিনের প্রথম সেশন দেখেছে ৫ উইকেটের পতন। ৮ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ শেষ দুই উইকেট হারিয়েছে আর ১১ রান যোগ করেই। আফগানরা ব্যাটিংয়ে নেমে সাকিবের দারুণ বোলিংয়ে প্রথম ওভারেই হারায় দুই উইকেট। পরে নাঈমের বলে বিদায় নেন হাশমতউল্লাহ শহিদি। লাঞ্চের পর লিড যত সম্ভব বাড়ানোর আশায় নামবে আফগানরা। বাংলাদেশর চাওয়া, যত কমে সম্ভব আটকে রাখা। আফগানিস্তান ১ম ইনিংস: ৩৪২ বাংলাদেশ ১ম ইনিংস: ৭০.৫ ওভারে ২০৫ (আগের দিন ১৯৪/৮)(সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৮*, মিরাজ ১১, তাইজুল ১৪, নাঈম ৭; ইয়ামিন ১০-২-২১-১, নবি ২৪-৬-৫৬-৩, জহির ৯-১-৪৬-০, রশিদ ১৯.৫-৩-৫৫-৫, কাইস ৮-২-২২-১)। আফগানিস্তান দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৫৬ রান
×