ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পুরান ঢাকায় ডেঙ্গু বিরোধী র‌্যালি ও লিফলেট বিতরণ

প্রকাশিত: ১২:৫০, ৭ সেপ্টেম্বর ২০১৯

 পুরান ঢাকায় ডেঙ্গু বিরোধী র‌্যালি ও লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর পুরান ঢাকায় ডেঙ্গু সচেতনতামূলক র‌্যালি, লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পুরান ঢাকার লালবাগ থানার অধীন ২৪ নং ওয়ার্ডে এই জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। রওনাক স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান কোয়েলের উদ্যোগে লালবাগ মডেল স্কুল এ্যান্ড কলেজের গেট থেকে শুরু হয়ে পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে। এই জনসচেতনা কর্মসূচীর প্রধান অতিথি হিসাবে র‌্যালি উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত। এ সময় ২৪ নং ওয়ার্ডকে ডেঙ্গু মুক্ত করার লক্ষ্যে এ সময় বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ ও মশা নিধনের লক্ষ্যে ওষুধ ছিটানো হয়। কর্মসূচীতে এ সময় আরও উপস্থিত ছিলেন লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজী দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান জামাল, ওয়ার্ড কাউন্সিলর জাহিদ, রওনাক স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ও শিক্ষক হাজী মোঃ আব্দুর রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
×