ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ছিলেন মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু ॥ অধ্যাপক শহীদুল্লাহ

প্রকাশিত: ১২:৪৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

অধ্যাপক মোজাফ্ফর  আহমেদ ছিলেন  মেহনতি মানুষের  অকৃত্রিম বন্ধু ॥  অধ্যাপক শহীদুল্লাহ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রয়াত ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমেদের স্মরণে শুক্রবার বিকেল তিনটায় কাপাসিয়া উপজেলা শাখা কার্যালয়ে গণতন্ত্রী পার্টি উপজেলা শাখার উদ্যোগে শোক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ ছিলেন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু। তিনি ছিলেন দেশের কিংবদন্তি বামপন্থী-প্রগতিশীল নেতা। অধ্যাপক মোজাফ্ফর আহমেদ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হওয়া পাকিস্তানের স্বৈরশাসকের বিরুদ্ধে সবসময় শক্তিশালী ভূমিকা রেখেছেন। অধ্যাপক শহীদুল্লাহ বলেন, অধ্যাপক মোজাফ্ফর আহমেদ তৎকালীন ন্যাপের সভাপতি হিসেবে দেশের শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যেমন কাজ করেছেন, পাশাপাশি বঙ্গবন্ধুর ৬ দফা দাবিতে গঠিত জাতীয়তাবাদী আন্দোলনেও সমানভাবে শক্তি যুগিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে তিনি ছিলেন তৎকালীন মুজিবনগর সরকারের অন্যতম উপদেষ্টা। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আজকে বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশে^ খ্যাতি লাভ করেছে। সেজন্য মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর কোন বিকল্প নেই। তাহলেই মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর স্বপ্ন, অধ্যাপক মোজাফ্ফর আহমেদের স্বপ্ন বাস্তবায়িত হবে। উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ গণির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল আলীমের পরিচালনায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন মোড়ল, শেখ গণি, বাদল সিকদার, ছোলায়মান সরকার, মামুন সরকার, আসাদুজ্জামান আলী আকবর প্রমুখ।-বিজ্ঞপ্তি
×