ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা ও শিশুর মৃত্যু

প্রকাশিত: ১০:১৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

 সড়ক দুর্ঘটনায়  ব্যাংক কর্মকর্তা ও শিশুর মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় যশোর ও চট্টগ্রামের সীতাকু-ে দুইজন নিহত হয়েছে। এদের মধ্যে যশোরে ব্যাংক কর্মকর্তা এবং সীতাকুন্ডে এক শিশু নিহত হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। যশোর ॥ যশোর শহরের পালবাড়ি বাসস্ট্যান্ডে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আজিজুর রহমান (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি যশোর জনতা ব্যাংক আর এন রোড মহিলা শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি যশোর সদরের বোলপুর গ্রামে। পিতার নাম আতিয়ার রহমান। কোতোয়ালি থানার উপপরিদর্শক জিয়াউর রহমান জানান, সন্ধ্যা ৭াটর দিকে মোটরসাইকেলযোগে আজিজুর রহমান শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পালবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাংচুর করেছে। চালক ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়। সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকু-ে বিয়ের বাস উল্টে মোঃ রায়হান (১০) নামে এক শিশু নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরো বিশ নারী-শিশু ও পুরুষ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার সোনাইছড়ি বার আউলিয়া শেয়ারিফুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রায়হান নগরীর হালিশহর নয়াবাজার এলাকার ইমরানের পুত্র। আহতরা হলেন চট্টগ্রাম কমার্স কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী লিপি আক্তার প্রিয়া (২১), মোঃ মাহতাব (১০), ছেনোয়ারা (৫০), ইয়াসমিন আক্তার (৩৫), শামিমা (২২), প্রিয়া মনি (১৮), সবনম (১৮), দেলোয়ার (৩০), নজু খান ৩২), কাউছার (২৮), এমরান (৪০), মাহিয়া (১২), রমজান (১২), আরিফা (১২), বিসমিন (১৬) বাকিদের নাম পরিচয় জানা যায়নি।
×