ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নোয়াখালীতে পানি সম্পদ মন্ত্রীর ভাঙ্গন এলাকা পরিদর্শন

প্রকাশিত: ১০:১৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

 নোয়াখালীতে পানি  সম্পদ মন্ত্রীর  ভাঙ্গন এলাকা পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী ও হাতিয়া ॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শুক্রবার বিকেলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। মন্ত্রী নদী ভাঙ্গনরোধে হাতিয়ার চেয়ারম্যান ঘাট পরিদর্শন করে হাতিয়া চেয়ারম্যান ঘাটে এক মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের দুঃখের কথা জানি। আপনাদের এলাকার চিন্তা করার দায়িত্ব আজ থেকে আমার। আমি সকল ফাইল দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছি। এ সময় উপস্থিত ছিলেন- নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মন্টু কুমার বিশ্বাস, হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, হাতিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আজিজুর রহমান মিরাজ প্রমুখ। এর আগে মন্ত্রী দুপুরে কোম্পানীগঞ্জ মূসাপূর ক্লোজা পরিদর্শন করেন।
×