ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শাহজালালে স্বর্ণসহ গ্রেফতার কেবিন ক্রু রিমান্ডে

প্রকাশিত: ১০:১৫, ৭ সেপ্টেম্বর ২০১৯

 শাহজালালে স্বর্ণসহ  গ্রেফতার কেবিন  ক্রু রিমান্ডে

স্টাফ রিপোর্টার ॥ বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দশ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ইউএস বাংলা এয়ারলাইন্সের নারী কেবিন ক্রু রাবেয়া শেখ মৌসুমীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার সকালে তাকে আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স এ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, মৌসুমী ইউএস বাংলা এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত। বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ওমানের মাস্কাট বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করে ফ্লাইটটি। ওই ফ্লাইটে ছিলেন মৌসুমী। পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন বলছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেবিন ক্রু মৌসুমীকে নজরদারিতে রাখা হয়েছিল। ফ্লাইট অবতরণ করার পর ডমেস্টিক টার্মিনালে গিয়ে মৌসুমী গাড়িতে ওঠার চেষ্টা করেন। এপিবিএন সদস্যরা তার কাছে স্বর্ণবার আছে বলে চ্যালেঞ্জ করেন। শেষ পর্যন্ত তাকে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে আসা হয়। তার পকেট ও শরীরের বিভিন্ন স্থান থেকে ব্রাউন স্কচটেপ দিয়ে মোড়ানো মোট ৮২ স্বর্ণের বার পাওয়া যায়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা দায়ের হয়। ওই মামলায় তাকে রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্বর্ণবারগুলোর প্রকৃত মালিক কে বা কারা তা জানার চেষ্টা চলছে।
×