ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রহস্যময় প্রাণী

প্রকাশিত: ১০:১৪, ৭ সেপ্টেম্বর ২০১৯

রহস্যময় প্রাণী

আলাস্কা উপকূলে ধরা পড়ল এক রহস্যময় প্রাণী। কেউ বলছেন ভিনগ্রহের প্রাণী। ফেসবুকের সারাহ ভাসের-এ্যালফোর্ড পেহে ভিডিওটি পোস্ট হওয়ার পর ভাইরাল হয়। ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, কমলা রঙের একটি অক্টোপাসের মতো প্রাণী নড়াচড়া করছে। তবে অক্টোপাসের মাত্র পাঁচটি পা থাকে, নতুন পাওয়া প্রাণীটির ক্ষেত্রে তার থেকে বেশি রয়েছে। গাছের শেকড়ের মতো অনেকগুলো পা শুধু নয় বরং তার রয়েছে অনেকগুলো শাখা-প্রশাখা। তা থেকে বেরিয়েছে আরও একাধিক শুঁড়। এরপর সেগুলো থেকেই সরু আরও অংশ বেরিয়েছে। এক ব্যক্তি হাতে ধরে রেখেছেন প্রাণীটিকে। আর শেকড়ের মতো এই শুঁড়গুলো নড়াচড়া করছে। ওই ব্যক্তি প্রাণীটির ওপর ও নিচের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। প্রিন্স অব ওয়েলস দ্বীপে চলছিল মাছ ধরার অভিযান। সেই সময় এই প্রাণীটিকে পাওয়া যায়। তারপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়। এখনও পর্যন্ত ভিডিওটি ১১ লাখেরও বেশিবার দেখা হয়েছে। লাইক পড়ে প্রায় তিন হাজার। ১৮ হাজার শেয়ার হওয়ার পাশাপাশি অনেক কমেন্টও পড়েছে। অনেকেই দাবি করছেন এটি ভিনগ্রহের প্রাণী। কেউ লিখেছেন, একে জলে ফিরিয়ে দিন। না হলে ও শ্বাস নিতে পারবে না। এক সংবাদমাধ্যম জানিয়েছে, এটি আসলে একটি ‘বাস্কেট স্টার’ বা ঝুড়ির মতো দেখতে তারা মাছ। এগুলো সমুদ্রতলে আটকে থাকে। আটকে থাকার জন্য এর শুঁড়গুলো ব্যবহার করে। ভিডিওর পোস্টে লেখা হয়েছে, প্রাণীটিকে ফের জলে ছেড়ে দেয়া হয়েছে কোন ক্ষতি না করেই। -ইন্ডিয়া টাইমস
×