ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে সৌদি ও আমিরাত

প্রকাশিত: ০৯:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৯

 কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে সৌদি ও আমিরাত

পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, পাকিস্তান, আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে ‘বিশেষ কৌশলগত ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক’ স্থাপন করতে পেরে গর্বিত। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নেহান এবং সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জোবায়ের বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাত করতে গেলে সেনাপ্রধান এ কথা বলেন। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যমবিষয়ক শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) এ কথা জানিয়েছে। গালফ নিউজ। পাকিস্তান গণমাধ্যম জানিয়েছে, সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে উভয় দেশের কূটনীতিকদ্বয় অধিকৃত কাশ্মীরে ভারতের একতরফা আরচণে সৃষ্ট পরিস্থিতির সমাধানে তাদের দেশের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ সময় দ্বিপক্ষীয় সম্পর্ক ও ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিসহ পারস্পরিক স্বার্থের বিষয়সমূহ নিয়েও তাদের মধ্যে আলোচনা হয় বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
×