ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা রাশিয়ার

প্রকাশিত: ০৯:৩৯, ৭ সেপ্টেম্বর ২০১৯

 নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র  তৈরির ঘোষণা  রাশিয়ার

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার ইন্টারমেডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি বাতিল হওয়ার পরে নতুন করে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার রাশিয়ার সুদূর প্রাচ্যের অর্থনৈতিক ফোরামে বক্তব্য রাখার সময় নতুন নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দেন পুতিন; যেগুলো শীতল যুদ্ধের যুগে পারমাণবিক চুক্তির আওতায় নিষিদ্ধ ছিল। পুতিন বলেন, তার দেশ এমন ক্ষেপণাস্ত্র তৈরি করবে যেগুলো শীতল যুদ্ধের যুগের পারমাণবিক চুক্তির আওতায় নিষিদ্ধ ছিল যা গত মাসে শেষ হয়েছে। তবে যুক্তরাষ্ট্র প্রথমে তা মোতায়েন না করলে মস্কো তাদেরটা মোতায়েন করবে না। -তাস
×