ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বরিস জনসনের ভাইয়ের পদত্যাগ

প্রকাশিত: ০৯:৩৮, ৭ সেপ্টেম্বর ২০১৯

 বরিস জনসনের  ভাইয়ের  পদত্যাগ

ব্রেক্সিট নিয়ে বিতর্কের মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ছোট ভাই জো জনসন টোরি এমপি ও মন্ত্রী উভয় পদ থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পারিবারিক আনুগত্য এবং জাতীয় স্বার্থের সংঘাতের কারণে তিনি এ সিদ্ধান্ত নেন। এক টুইটে জো জনসন বলেন, তিনি এক অপরিসীম উদ্বেগের মধ্যে আছেন এবং তার জায়গায় এখন অন্য কারও আসার সময়। বাণিজ্যমন্ত্রী এবং দক্ষিণ-পূর্ব লন্ডনের অর্পিংটনের এমপি জো জনসন ২০১৬ সালের গণভোটে যুক্তরাজ্যের ইইউয়ে থাকার পক্ষে ভোট দিয়েছিলেন। কিন্তু তার ভাই বরিস জনসন তখন ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) পক্ষে প্রচার চালিয়েছিলেন। গত বছর সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে’র সময়ও তার ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করেছিলেন জো জনসন। -বিবিসি
×