ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ব্রেক্সিট পেছানোর চেয়ে আমি বরং মরে নর্দমায় পড়ে থাকব ॥ জনসন

প্রকাশিত: ০৯:৩৭, ৭ সেপ্টেম্বর ২০১৯

  ব্রেক্সিট পেছানোর চেয়ে আমি বরং মরে নর্দমায় পড়ে থাকব ॥ জনসন

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি কোন মতেই ব্রেক্সিট বাস্তবায়নের সময়সীমা ৩১ অক্টোবর থেকে পেছাবেন না। তিনি বলেছেন, ‘আমি বরং মরে নর্দমায় পড়ে থাকব তবু এটি করব না।’ ৩১ অক্টোবর ইইউর সঙ্গে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) কার্যকর হওয়ার কথা। কিন্তু কীভাবে, কোন্ চুক্তিতে সেই বিচ্ছেদ হবে, তা নিয়ে এখনও একমত নন এমপিরা। খবর বিবিসির। তবে এই বিচ্ছেদ নিয়ে কোন চুক্তি হোক বা না হোক, নির্ধারিত তারিখেই ব্রেক্সিট কার্যকর করার ব্যাপারে অনড় থাকার কথা আরও একবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইইউকে ব্রেক্সিট কার্যকরের তারিখ পেছানোর কথা বলার চেয়ে বরিস বরং নর্দমায় মরে পড়ে থাকবেন বলে জানালেন। ব্রেক্সিট কার্যকরের তারিখ যদি পেছাতে বাধ্য হন, তাহলে পদত্যাগ করবেন কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের কোন উত্তর দেননি জনসন। অবশ্য ব্রেক্সিট কার্যকরের তারিখ পেছাবে বলে মনেই করেন না জনসন। গণমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। তিনি বরাবরই বলে আসছেন ইইউর সঙ্গে কোন চুক্তি ছাড়াই ব্রেক্সিট কার্যকরের জন্য তার সরকার প্রস্তুত। কিন্তু বিরোধী দল লেবার পার্টি সাফ জানিয়ে দিয়েছে, চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকানোই তাদের লক্ষ্য। এদিকে মন্ত্রিত্ব ও পার্লামেন্ট সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বরিস জনসনের ছোটভাই জো জনসন। এ প্রসঙ্গে জনসন বলেন, ‘জো দারুণ একজন মানুষ। তবে ইইউ নিয়ে আমাদের মধ্যে মতদ্বৈধতা রয়েছে।’ দক্ষিণ-পূর্ব লন্ডনের ওরপিংটন অঞ্চল থেকে নির্বাচিত জো জনসন স্থানীয় সময় বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন। জো জানান, ‘পরিবারের প্রতি আনুগত্য ও দেশের স্বার্থের দুয়ের চাপে’ তিনি পিষ্ট। এদিকে ওয়েকফিল্ডে এক পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে দেয়া ভাষণে বরিস জনসন আবারও জানান, আগামী ১৫ অক্টোবর যুক্তরাজ্যে আগাম নির্বাচন চান তিনি। এর আগে পার্লামেন্টেও এ বিষয়ে প্রস্তাব এনেছিলেন জনসন। তবে এমপিদের ভোটাভুটিতে তার প্রস্তাবটি পার্লামেন্টে পাস হয়নি।
×