ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভারতের ভূখন্ডে চীনের সেতু নির্মাণ, সীমান্তে উত্তেজনা

প্রকাশিত: ০৯:৩৬, ৭ সেপ্টেম্বর ২০১৯

 ভারতের ভূখন্ডে  চীনের সেতু নির্মাণ,  সীমান্তে উত্তেজনা

ভারত-চীন সীমান্তের কাছে চাগলাগাম এলাকায় ভারতীয় ভূখ-ের ৬০-৭০ কিলোমিটার ভেতরে ঢুকে একটি ঝুলন্ত সেতু নির্মাণ করছে চীনের সেনাবাহিনী। অরুণাচল প্রদেশের বিজেপি বিধায়কের এই দাবি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। সীমান্তের ওই অংশে এখন ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আনন্দবাজার পত্রিকা। রাজ্যের বিজেপি সভাপতি তথা অরুণাচল পূর্ব কেন্দ্রের এমপি টাপির গাও সম্প্রতি বিভিন্ন মিডিয়ার কাছে দাবি করেন, চাগলাগামের ডিমার নালার উপর একটি ঝুলন্ত সেতু নজরে এসেছে আদিবাসীদের। ঘন জঙ্গলে ঘেরা ওই এলাকার গাছ কেটে কাঠ চেরাই করে ওই সেতুটি তৈরি করেছে চীনা সেনাবাহিনী। দিল্লীর সংশ্লিষ্ট দফতরে বিষয়টি জানান হয়েছে বলে দাবি করেন টাপির গাও। ভারতীয় সেনাবাহিনী অবশ্য সেই দাবি উড়িয়ে দিয়েছে। চীন- অরুণাচল সীমান্ত ম্যাকমোহন লাইন নামে পরিচিত। লাইন অব এ্যাকচুয়াল কন্ট্রোল বা ম্যাকমোহন লাইন থেকে চাগলাগামের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। চাগলাগাম থেকে আবার ডোইমুর নালার দূরত্ব ২৫-৩০ কিলোমিটার। ফলে টাপির গাওয়ের দাবি সত্যি হলে ভারতীয় ভূখ-ের ৬০-৭০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে চীনা বাহিনী। ভারতীয় সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে বলে টাপির গাওয়ের দাবি ঠিক না। এ ধরনের কোন অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। বিভিন্ন সংবাদ মাধ্যমে যেখানকার কথা বলা হয়েছে, সেটা ‘ফিশ টেল’ এলাকা। অন্যান্য কয়েকটি এলাকার মতো ওই এলাকাতেও সীমান্ত নিয়ে চীনের সঙ্গে মতপার্থক্য রয়েছে। ডিমারুনালার ওপরে যে জায়গার কথা বলা হয়েছে, সেখানে এই ধরনের কোন ব্রিজ সেনাবাহিনীর নজরে আসেনি। ওই এলাকা ঘন জঙ্গলে ঢাকা। নালা-ঝোরা ও পাহাড় চড়াই-উৎরাইয়ে ভরা। ওই এলাকায় কোন যানবাহনে চলাফেরা করা সম্ভব নয়।
×