ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামালপুরে বাজারে অগ্নিকান্ড , ব্যাপক ক্ষতি

প্রকাশিত: ০৯:৩১, ৭ সেপ্টেম্বর ২০১৯

 জামালপুরে বাজারে অগ্নিকান্ড , ব্যাপক ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৬ সেপ্টেম্বর ॥ দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে ভয়াবহ অগ্নিকা-ে ১২ কাপড়ের দোকান পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে বাজারের কাপড়পট্টিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে সানন্দবাড়ী বাজারের কাপড়পট্টির জাহাঙ্গীর আলমের কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের অন্য কাপড়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই ১২ কাপড়ের দোকান পুড়ে ছাই হয়। দুই ঘণ্টা স্থায়ী এ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ীরা হলেন- জাহাঙ্গীর আলম, সাখাওয়াত হোসেন, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, ইয়াকুব আলী, মোঃ জাকারিয়া, আবুল কালাম, জাফর আলী ও মিস্টার আলীসহ আরও দুই দোকান। দোকানঘর ও কাপড়সহ সবকিছু পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
×