ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শাহজালালে ইয়াবাসহ আটক তিনজন

প্রকাশিত: ০৯:৩১, ৭ সেপ্টেম্বর ২০১৯

 শাহজালালে ইয়াবাসহ আটক  তিনজন

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক তরুণীসহ তিনজনকে ইয়াবা পাচারের সময় আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের হাতেনাতে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। তারা হলো- মীম আক্তার (১৪), শরীফ (২৬) ও ইয়ামীন (৩২)। এপিবিএন কো-অধিনায়ক এডিশনাল এসপি আলমগীর হোসাইন শিমুল জানান, দুপুরে কার পার্কিংয়ের সামনে সন্দেহজনক ঘোরাফেরা করছিল মীম আক্তার। তাকে ধরে নারী পুলিশ দিয়ে দেহ তল্লাাশির পর সঙ্গে পাওয়া যায় এক হাজার ইয়াবা। এগুলো কোথা থেকে আনা হয়েছে জানতে চাওয়া হলে মীম বলেছে-একযাত্রী দিয়ে চলে গেছে। আরেকজন এসে নিয়ে যাওয়ার কথা ছিল। মীমের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরে। তার বাবার নাম আবুল হাশেম। এই বয়সে সে কিভাবে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অপর অভিযানে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সন্দেহজনক ঘোরাফেরার সময় ধরা হয়- শরিফ ও ইয়ামীনকে। এর মধ্যে শরীফের সঙ্গে পাওয়া ৩ হাজারের অধিক ও ইয়ামীনের সঙ্গে ছিল ৪ হাজার পিস ইয়াবা। এপিবিএন জানিয়েছে, কক্সবাজার থেকে উড়োজাহাজে করে তারা ইয়াবা এনে অপেক্ষায় ছিল অন্য কারোর কাছে পাচারের। এ সময় তারা ধরা পড়ে যায়। তাদের তিনজনকেই এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
×