ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বকেয়া শোধ করতে বলায় এসএম হলের দোকানদারকে মারধর

প্রকাশিত: ০৯:৩১, ৭ সেপ্টেম্বর ২০১৯

 বকেয়া শোধ করতে  বলায় এসএম হলের দোকানদারকে  মারধর

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সায়েম মোঃ সানাউল্লার কাছে বকেয়া টাকা চাওয়ায় সলিমুল্লাহ মুসলিম হলের (এসএম) এক দোকানদারকে মারধর ও দোকান বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। জানা গেছে, এসএম হলের দোকানদার আজগর আলী ছাত্রলীগ নেতা সায়েমের কাছে দোকানের বকেয়া বাবদ প্রায় পাঁচ হাজার টাকা পান। ওই টাকা পরিশোধ করতে বললে সায়েম দোকানদারের সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দোকানদারকে মারধর করে দোকান বন্ধ করে দিতে বলেন। এ বিষয়ে জানতে চাইলে দোকানদার আজগর আলী বলেন, দোকান বন্ধ করে দিয়েছিল। হলের ভিপি দোকান খুলতে বলছে। এখন আবার খুলছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সায়েম বলেন, সকালে আমার এক অতিথিসহ আজগরের দোকানে নাস্তা করতে গিয়েছিলাম। বিশ মিনিট পরেও খাবার না দেয়ায় তাকে শুধু গালিগালাজ করেছি। মারধর করিনি। এ বিষয়ে এসএম হলের সংসদের জিএস জুলিয়াস সিজার তালুকদার বলেন, দোকানের বকেয়া টাকা পরিশোধ করতে বলায় দোকানগার আজগরকে প্রথম গালিগালাজ ও মারধর করে দোকান বন্ধ করে ঘটনা শুনেছি। সে হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ করলে তদন্তেরভিত্তিতে ব্যবস্থা নিবে। তবে এখন দোকান খুলে দেয়া হয়েছে।
×