ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৯:৩০, ৭ সেপ্টেম্বর ২০১৯

 বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালনের অংশ হিসেবে আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ড. আনোয়ার হোসেন অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী অপশক্তির হাতে দেশটি শোষিত হওয়ার দীর্ঘ ২১ বছর পর তারই যোগ্য কন্যা দেশের দায়িত্ব নিয়েছেন এবং একের পর এক বাধা অতিক্রম করে পিতার অসমাপ্ত কাজ সফলতার সঙ্গে সম্পাদন করে চলেছেন। তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব সময়ই বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কথা চিন্তা করতেন। এছাড়া তিনি সত্যবাদি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং ন্যায়ের পক্ষে সকলকে অবিচল থাকার এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে সহায়তা করার সর্বাত্মক আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×