ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ পুলিশ জঙ্গী দমনে সবচেয়ে বেশি সফল ॥ কামরুল ইসলাম

প্রকাশিত: ০৯:৩০, ৭ সেপ্টেম্বর ২০১৯

 বাংলাদেশ পুলিশ  জঙ্গী দমনে  সবচেয়ে বেশি সফল ॥ কামরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ৬ সেপ্টেম্বর ॥ সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ পুলিশ জঙ্গী দমনে সবচেয়ে বেশি সফল। বাংলাদেশের জনগণ পুলিশকে সহায়তা করেছে বলেই পুলিশ শক্ত হাতে জঙ্গী দমন করতে পেরেছে। বিশ্বের অনেক উন্নত দেশ জঙ্গী দমনে ব্যর্থ হয়েছে। সেদিক বিবেচনায় আমরা অনেক এগিয়ে। শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই পুলিশ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শক্ত হাতে মাদক নির্মূল করেছে। তবে পুলিশের একার পক্ষে সব সম্ভব নয়। জনগণকেও পুলিশের সঙ্গে কাজ করতে হবে। পুলিশ জনতা ভাই ভাই, স্লোগানকে নিয়ে সকলকে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। পুলিশ শক্তভাবে আইনশৃঙ্খলা রক্ষা এবং দায়িত্ব পালন করলে অপরাধীরাও ভাল হয়ে যায়। এ সময় তিনি ভবিষ্যতে এ ফাঁড়িকে থানায় রূপান্তর করার ঘোষণা দেন।
×